করোনায় স্কুল বন্ধ ঘোষণা

দৈনিক বিদ্যালয় রিপোর্ট :: গোপালগঞ্জ, কোটালীপাড়া সহ দেশের বেশ কয়েক জায়গায় ছাত্র-ছাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হলেও এখনও পর্যন্ত স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে দেখা যায় নি। এই প্রথম নীলফামারী জেলার জলঢাকা উপজেলার ’ভিড়াভিজা গোলনা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়’র ৩ শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুলটি বন্ধের ঘোষণা করা হয়েছে। ঘটনা ঘয়ার দুইদিন পর স্কুলটি বন্ধ রাখার ঘোষণা আসল।

আরও খবর: প্রাথমিক শিক্ষকদের বদলী শুরু সফটওয়্যারের কাজ শেষে

শিক্ষকদের অনলাইন বদলী ও প্রাথমিকের সমাপনী পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত

করোনা পজিটিভ বিদ্যালয়টিতে যে সিদ্ধান্ত নেওয়া হল

২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দিবাগত রাতে ওই তিন শিক্ষকের শরীরে করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্ত তিন শিক্ষক হলেন: সুশান্ত রায়, রমিজুল ইসলাম ও আব্দুল জলিল। যারা এখন তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেটেড আছেন।

এবিষয়ে জানতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আল হাসান জায়েদ বলেন, করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেয়ায় প্রথমে একজন শিক্ষক নমুনা পরীক্ষা করান। রিপোর্টে দেখা যায় তার করোনা পজিটিভ। এরপর আরও দুজন পরীক্ষা করালে রিপোর্টে তাদের পজিটিভ আসে। একারণেই শনিবার ও রোববার এই দুইদিন স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছি। করোনা আক্রান্ত তিন  শিক্ষক নিজ বাড়িতে আইসোলেশনে আছেন বলে জানান প্রধান শিক্ষক।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক বলেন, আমরা কর্তৃপক্ষের নির্দেশে আপাতত আগামী দুই কার্যদিবস বিদ্যালয়টি শিখন কার্যক্রম বন্ধ রেখেছি। বিদ্যালয়টির অর্ধেক শিক্ষক এখনো করোনা পরীক্ষা করাননি। আমরা জরুরি ভিত্তিতে সকল শিক্ষককে করোনার টেস্ট করতে নির্দেশ দিয়েছি। -ডিবি আর আর।

READ MORE  জাল শিক্ষক নিবন্ধন সনদে চাকরিজীবিদের হুশিয়ারি বার্তা

Leave a Comment