বিদ্যালয় প্রতিবেদন :: দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএড ২০২২ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে ২০ জানুয়ারি থেকে । যা চলবে ০৮ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ পর্যন্ত।
যে সকল শিক্ষার্থী বিএড ভর্তি কার্যক্রমে তাদের জন্য সুখবর হল, এর আগে যে ২৩ টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জন করলে উচ্চতর স্কেল পাওয়া যেত, এবারও সেই সিদ্ধান্ত বহাল রয়েছে। এবং এবিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গত ২৭-১০-২০২১ তারিখে একটি পরিপত্রের মাধ্যমে তা সকলকে জানিয়েছে।
আরও পড়ুন: ৬ মাসের উপবৃত্তির টাকা দেওয়া হচ্ছে, দ্রুত তুলতে হবে শিক্ষার্থী-অভিভাবকদের
স্কুল-কলেজ আবার কবে খুলবে জানালেন শিক্ষামন্ত্রী
সরকারি কর্মকর্তা বা কর্মচারী সার্বক্ষনিক গাড়ি সুবিধা পায় যারা
শিক্ষা মন্ত্রণালয়ের সেই পরিপত্রে বলা হয়, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদানের ক্ষেত্রে শিক্ষামন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. ফারুক হোসেন স্বাক্ষরিত ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে জারিকৃত নির্দেশনা অনুসরণ করতে হবে।
এছাড়া সেই পরিপত্রে আরও বলা হয়, মহামান্য হাইকোর্টের রীট মামলা নং ৫০৩৮/ ২০০৯ সনের রায়ের আদেশের বিরুদ্ধে আপিল নং ৯৯/ ২০১৪ মামলা এবং উদ্ভুত কনটেম্পট পিটিশন নং ১৫৩/ ২০১৪ এর আদেশের পরিপ্রেক্ষিতে কেবলমাত্র রিট আবেদনকারী বেসরকারি ২৩ টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিএড সনদ অর্জনকারী শিক্ষকদের উচ্চতর স্কেল প্রদান করতে হবে।
শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্মসচিব ড. মোঃ ফারুক হোসেন স্বাক্ষরিত সেই ২৩ কলেজের মধ্যে চালু থাকা ১৭ টি টিচার্স ট্রেনিং কলেজের তালিকা সকলের জ্ঞাতার্থে নিম্নে তুলে ধরা হলোঃ
টিচার্স ট্রেনিং কলেজ সমুহ ও তাদের নাম-ঠিকানা:
# হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ, সাতক্ষীরা। মোবাইল: ০১৭১২৯৭৬৬৮৯। মোবাইল নং ০১৭৫১৩৮০১৮৮, ইমেইল: hwattc@gmail.com
# মহানগর টিচার্স ট্রেনিং কলেজ, আজিমপুর, ঢাকা। মোবাইল: ০১৭৮৬০৮৮৫৫৫, ইমেইল: mahanagarttcollege@gmail.com
# হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন, চাঁদপুর। মোবাইল: ০১৮১৪৩৮৫১৯১, ০১৭১৩০৩৯৭৪৩, ইমেইল: Hicehajigonj@gmail.com
# আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ, পাইকগাছা, খুলনা, মোবাইল: ০১৯২৩১০৫৩২৯,০১৭২০৫১৫৩২৫ ইমেইল: aikttcollege@gmail.com
# পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ, পিরোজপুর। মোবাইল নং: ০১৭২০৬২১৭৩৩
# কলেজ অব এডুকেশন বি.এড. বরিশাল, মোবাইল: ০১৭১৭৩৮৮৬২৫
# মুন্সী মেহেরুউল্লা টিচার্স ট্রেনিং কলেজ, যশোর, মোবাইল নং: ০১৭১১৪২৩৫৯২.
# জয়পুরহাট বি.এড কলেজ, জয়পুরহাট, মোবাইল: ০১৭০৭৭১৫৪০০.
# মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ, মঠবাড়িয়া, পিরোজপুর। মোবাইল: ০১৭১৪৭২৯৬১৩।
# বগুড়া বি.এড কলেজ, বগুড়া, করতোয়া সড়ক,চরলোকমান কলোনী, বগুড়া। মোবাইল নং- ০১৭১১৩৬৩৫২৮।
# দক্ষিণ বঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ, পটুয়াখালী, মোবাইল: ০১৭১২০৪৪৫৪৫।
# কক্সবাজার টির্চাস ট্রেনিং কলেজ, কক্সবাজার। মোবাইল: ০১৮১৯০১৪৫৪৬।
# পরশ পাথর টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম, সিইপিজেড গেইট এর বিপরীতে, ফ্রি পোর্ট মোড়।
# ড. মিয়া আব্বাস উদ্দীন টি.টি কলেজ, মোড়েলগঞ্জ, বাগেরহাট। মোবাইল: ০১৭১৪৫৭৩৬০০।
# শিক্ষক প্রশিক্ষণ কলেজ, পালবাড়ী, যশোর, মোবাইল: ০১৭১৬৩১৯৭২৬।
# উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, মাগুরা রোড প্রাণী সম্পদ অফিসের সামনে, মোবাইল: ০১৭১২-৩১১৩২৬।
# মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ, এ,জি, একাডেমী, মাগুরা, মোবাইল: ০১৭১৯৭৩০৬৫০।
শিক্ষা ও চাকরি বিষয়ক সকল খবর জানতে লাইক ও ফলো বাটনে চাপ দিয়ে রাখুন দৈনিক বিদ্যালয়ের ফেসবুক পেইজে।
-ডিবি আর আর।