বিদেশি কর্মীদের জন্য নতুন ভিসা চালু করছে যে দেশ

বিদেশি নাগরিকদের কাজের সুবিধার জন্য ‘ডিজিটাল নোম্যাড ভিসা’ চালু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।

স্থানীয় সময় শুক্রবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন সরকারি কর্মকর্তারা।

দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি নাগরিকদের ছুটিতে দেশে ফেরার পরও দুবছর পর্যন্ত তাদের চাকরির সুবিধা বহাল রাখতে নোম্যাড ভিসা চালু করছে সিউল।

দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, রিমোট ওয়ার্ক বা বিদেশি নাগরিকরা যেন তাদের ছুটি সময়টা নিশ্চিন্তে দেশে কাটিয়ে আসতে পারেন, সেজন্য বিশেষ এ ভিসা চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ ভিসার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় না থেকেও কর্মীরা কাজ করতে পারবেন বলে জানান মন্ত্রী। এখন পর্যন্ত যারা ট্যুরিস্ট ভিসার আবেদন করবেন, তারা কোরিয়াতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন।

দেশটির বিশেষ এ ভিসা নীতিতে বলা হয়েছে, যারা এ ভিসার জন্য আবেদন করবেন, তাদের বার্ষিক আয় অবশ্যই আট কোটি ৪০ লাখ কোরীয় মুদ্রা হতে হবে।

এছাড়া তাদের স্থানীয় কোরিয়া দূতাবাসে প্রয়োজনীয় সব নথি জমা দিতে হবে।

এছাড়া আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং যে কাজের জন্য আবেদন করবেন, সে কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

READ MORE  Canada Now Euthanises THOUSANDS of Citizens Every Month